হোম > সারা দেশ > নাটোর

বড়াইগ্রামে গভীর রাতে কৃষকের বাড়িতে ডাকাতি

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

বড়াইগ্রামে কৃষকের বাড়িতে ডাকাতি। ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে লইব আলী (৫১) নামের এক কৃষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল রোববার গভীর রাতে উপজেলার শ্রীরামপুর (গোরীপুর) গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত আস্তুল প্রামাণিকের ছেলে।

ভুক্তভোগী লইব আলী বলেন, ‘রাত ২টার দিকে টয়লেট করার জন্য বাইরে বের হলে ছয়-সাতজন লোক আমাকে পিস্তল ঠেকিয়ে চোখ-হাত বেঁধে ফেলে। তারা একইভাবে আমার স্ত্রী ও মেয়েকে বেঁধে রেখে ছয় ভরি স্বর্ণালংকার ও দেড় লাখ টাকা নিয়ে যায়। মেয়ে কৌশলে তার হাতের বাঁধন খুলে আমাদের উদ্ধার করে।’

লইব আলী আরও বলেন, ‘টয়লেটের ছাদে বাইরে থেকে মই দিয়ে উঠে বাড়ির ভেতরে ঢুকে আমাদের বেঁধে রেখে ডাকাতি করে।’

লইব আলীর স্ত্রী শাহানারা বেগম বলেন, ‘আমার স্বামীকে বাধার পর তারা আমাকেও বেঁধে হাত ও কানের স্বর্ণের গয়না খুলে নেয়। এ সময় তারা আরও স্বর্ণালংকার বের করে দিতে চাপ দেয়। দিতে না চাইলে তারা আমাকে মারধর করে।’

এ বিষয়ে জানতে চাইলে বড়াইগ্রাম থানার কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কৃষক থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা