হোম > সারা দেশ > জয়পুরহাট

প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় বিএনপি নেতা আলালের বিরুদ্ধে থানায় অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে সদর থানার ওসি আলমগীর জাহানের কাছে অভিযোগ দায়ের করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম। 

জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সাংবাদিকদের জানান, গত ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেন এবং কুরুচিপূর্ণ, অশালীন ও মানহানিকর বক্তব্য দেন। যা পরে বিভিন্ন ইলেকট্রনিকস মিডিয়ায় প্রচার করা হয়। এতে তিনি (জহুরুল ইসলাম) প্রধানমন্ত্রীর একজন কর্মী হিসেবে মানসিকভাবে আঘাত প্রাপ্ত হয়েছেন।

প্রধানমন্ত্রীর নামে এমন বক্তব্য দেওয়ায় তাঁর (প্রধানমন্ত্রী শেখ হাসিনার) মান সম্মান দেশে, বিদেশে ও আন্তর্জাতিক মহলে চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। যা তাঁর (প্রধানমন্ত্রীর) জন্য অসম্মানজনক ও মানহানিকর। এতে তিনি (প্রধানমন্ত্রীর) হেয় প্রতিপন্ন হয়েছেন। এছাড়াও এমন কুৎসামূলক বক্তব্যে বাংলাদেশের একটি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই তিনি (আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম) বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় এই অভিযোগ দায়ের করেন। 

জয়পুরহাট সদর থানার ওসি আলমগীর জাহান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, জয়পুরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম একটি অভিযোগ দিয়েছেন। সেটিকে এখনো মামলা হিসেবে রেকর্ড করা হয়নি। আর বক্তব্যের কোনো লিংক এখনো পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই ও তদন্ত চলছে। তদন্ত শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার