হোম > সারা দেশ > পাবনা

রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কা, যুবক নিহত 

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহরে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে ধাক্কা লেগে আব্দুল করিম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আব্দুল করিমের ছোট ভাই লিখন আলী (৩০)।

আজ শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে রাজশাহী-ঢাকা রেলপথের উপজেলার প্রভাকরপাড়া এলাকা এ দুর্ঘটনাটি ঘটে। হতাহতরা পাবনার ফরিদপুর উপজেলার বেড়হাউলিয়া গ্রামের হাসানুল ইসলামের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাটমোহর থানার ইন্সপেক্টর (তদন্ত) নয়ন কুমার সরকার।

স্থানীয়রা জানান, ফরিদপুর উপজেলার বেড়হাউলিয়া গ্রামের বালু ব্যবসায়ী আব্দুল করিম ও তাঁর ভাই পাওয়ার টিলারচালক লিখন আলী চাটমোহরের পাথাইলহাট এলাকায় গত দুদিন ধরে বালু সরবরাহ করছেন। আজ দুপুরে বালু দিয়ে পাথাইলহাট থেকে পাওয়ার টিলার নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে প্রভাকরপাড়া রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে পাওয়ার টিলারসহ দুই ভাই ছিটকে পড়েন।

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আব্দুল করিমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় লিখনকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

চাটমোহর রেলওয়ে স্টেশনের মাস্টার মাসুম আলী খান জানান, চিলাহাটি এক্সপ্রেসের সঙ্গে অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনাটি ঘটেছে। বিষয়টি সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

সিরাজগঞ্জ রেলওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।’

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার