হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় দেয়ালচাপায় দুই নারীর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে মাটির দেয়ালচাপায় দুই নারীর মৃত্যু হয়েছে। আজ বিকেলের দিকে উপজেলার হাতুড় ইউনিয়নের আমরাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ভাদুরী রানী (৬২) ও মিথি রানী (৬৫)। 

বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন। 

স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনেরা জানান, সকাল থেকেই ওই অঞ্চলে বৃষ্টি হচ্ছিল। বিকেলে বাড়ি থেকে বেরিয়ে পাশের বাড়িতে ভাদুরী রানী ও মিথি রানী যাচ্ছিলেন। পথে সুশীল সাধু নামে এক ব্যক্তির বাড়ির মাটির দেয়াল ধসে তাঁদের ওপর পড়ে। এতে তাঁরা মাটির নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া পথে মিথি রানীর মৃত্যু হয়। অন্যদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ভাদুরী রানীরও মৃত্যু হয়। 

হাতুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক আজকের পত্রিকাকে বলেন, বৃষ্টির মধ্যে তাঁরা এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাচ্ছিলেন। সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে মাটির বাড়িটির দেয়াল নরম হয়ে গেছিল। হঠাৎ সেটি ভেঙে ওই দুই নারীর ওপর পড়ে। এতে দুজনেই মারা যান।

মহাদেবপুর থানার ওসি মোজাফ্ফর হোসেন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেয়নি। এরই মধ্যে মৃতদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিনা মামলায় আ.লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাও করব: হারুনুর রশীদ

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক