কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের কালাইয়ে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) টুকটুক তালুকদার। আজ সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে এই রায় দেন তিনি।
গ্রেপ্তার ওই ব্যক্তি হলেন, কালাই পূর্ব পাড়ার আব্দুর রহমানের ছেলে বাবলু মিয়া (৩৪)।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টুকটুক তালুকদার আজকের পত্রিকাকে বলেন, এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় দণ্ডবিধি ৫০৯ ধারায় বাবলু মিয়াকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।