হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় ইফতার মাহফিল থেকে আটক ৯

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় ওলামায়ে মাশায়েখ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠান থেকে জামায়াত নেতা-কর্মী সন্দেহে ৯ জনকে আটক করেছে পুলিশ। 

আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় রেডচিলি রেস্তোরাঁ থেকে তাঁদের আটক করা হয়। 

আটকের পর ৯ জনকে জিজ্ঞাবাদের জন্য জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। 

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম ৯ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় রেডচিলি রেস্তোরাঁর পঞ্চম তালায় বগুড়া জেলা পূর্ব ওলামায়ে মাশায়েখ পরিষদের ব্যানারে ইফতারের আয়োজন করা হয়। সেখানে সরকারি মোস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. আহমাদুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রায় ৬০ জন ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। বিকেল সাড়ে ৪টার দিকে সদর থানা ও ডিবি পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে। 

রেডচিলি রেস্তোরাঁর ব্যবস্থাপক আরিফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বেলা ৩টার দিকে ওলামায়ে মাশায়েখ পরিষদের ব্যানারে এই ইফতার মাহফিল শুরু হয়েছিল। ইসমাইল হোসেন নামে এক ব্যক্তি ইফতারের জন্য রেস্তোরাঁ বুকিং দিয়েছিলেন। তিনি নিজেকে শাজাহানপুরের ডোমনপুকুর কামিল মাদ্রাসা অধ্যক্ষ পরিচয় দিয়েছিলেন। পুলিশ আসার পর ইফতার মাহফিলের আয়োজন ভন্ডুল হয়ে যায়।’ 

সরকারি মোস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. আহমাদুল্লাহ বলেন, ‘বগুড়ায় নতুন পদায়ন পেয়ে এসেছি। ডোমানপুকুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ ইসমাইল আমাকে দাওয়াত করেছিলেন। উনি বলেছিলেন জেলার বেশকিছু মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষকদের নিয়ে ইফতারের আয়োজন হবে। পরে গিয়ে দেখি ভিন্ন কিছু। এই নিয়ে আমি বিব্রত। না বুঝে সেখানে যাওয়াটা ঠিক হয়নি।’ 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, ‘জামায়াত নেতা-কর্মী সন্দেহে ৯ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।’

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার