বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের এক নার্সকে যৌন হয়রানির অভিযোগে ওয়ার্ড মাস্টার শহিদুল ইসলাম সুইটকে বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বদলির আদেশ হাসপাতালে পৌঁছেছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুরুজ্জামান সঞ্চয় এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাবিবুল আহসান তালুকদার এই বদলির আদেশ জারি করেন।
শহিদুল ইসলাম সুইটকে প্রশাসনিক কারণ দেখিয়ে নওগাঁ সদর হাসপাতালে বদলি করা হয়।
ডা. নুরুজ্জামান আরও বলেন, যৌন হয়রানির অভিযোগের তদন্তকাজও শেষ হয়েছে। ২০২২ সালের ১০ ডিসেম্বর ওয়ার্ড মাস্টার শহিদুল ইসলাম সুইটের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন একই হাসপাতালের এক নার্স। অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৪ ডিসেম্বর ৫ সদস্যের একটি কমিটি গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ।