হোম > সারা দেশ > বগুড়া

নিজের বাল্যবিবাহ নিজেই ঠেকিয়ে দিল শিক্ষার্থী

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

নিজের উদ্যোগে নিজের বাল্যবিয়ে বন্ধ করল বগুড়া সারিয়াকান্দি সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার দশম শ্রেণির এক শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার দুপরে এই ঘটনা ঘটে।

ওই শিক্ষার্থী বলেন, আমার ছোটবেলা হতেই পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন ছিল। গত কয়েক দিন ধরেই আমার বিয়ের কথা চলছিল। এখন আমাকে বিবাহ দিতে আমার মা বাবাকে আমি নিষেধ করি। তারপরও আমার বিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করায় আমি মর্মাহত হয়ে পরি। নিরুপায় হয়ে ঘটনাটি আমার মাদ্রাসার শিক্ষকে অবহিত করি।

সারিয়াকান্দি সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল মান্নান বলেন, আমার প্রতিষ্ঠানের শিক্ষকের নিকট হতে বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার পর, শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করতে উপজেলা প্রশাসনের সহযোগিতা চেয়েছিলাম। উপজেলা প্রশাসনের পদক্ষেপে কোমলমতী মেধাবী শিক্ষার্থী বাল্যবিয়ে হতে রক্ষা পেয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট মাদ্রাসার অধ্যক্ষের নিকট হতে বাল্যবিয়ের খবর পেয়ে আজ বৃহস্পতিবার দুপর ১ টা ৩০ মিনিটে শিক্ষার্থীর নিজ বাড়ি সারিয়াকান্দি পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করা হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পৌর সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর রিনা বেগম, অধ্যক্ষ আব্দুল মান্নান, শিক্ষক ফজলে রাব্বী, এ কে এম মকবুলার রহমান সোহেল , রেজাউল করিম, শ্যামা কান্ত ঘোষ সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেল মিয়া আজকের পত্রিকাকে বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিক ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। উপজেলায় বাল্যবিয়ে বন্ধে প্রশাসনের সার্বক্ষণিক অভিযান অব্যাহত থাকবে।

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার