হোম > সারা দেশ > বগুড়া

নিজের বাল্যবিবাহ নিজেই ঠেকিয়ে দিল শিক্ষার্থী

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

নিজের উদ্যোগে নিজের বাল্যবিয়ে বন্ধ করল বগুড়া সারিয়াকান্দি সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার দশম শ্রেণির এক শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার দুপরে এই ঘটনা ঘটে।

ওই শিক্ষার্থী বলেন, আমার ছোটবেলা হতেই পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন ছিল। গত কয়েক দিন ধরেই আমার বিয়ের কথা চলছিল। এখন আমাকে বিবাহ দিতে আমার মা বাবাকে আমি নিষেধ করি। তারপরও আমার বিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করায় আমি মর্মাহত হয়ে পরি। নিরুপায় হয়ে ঘটনাটি আমার মাদ্রাসার শিক্ষকে অবহিত করি।

সারিয়াকান্দি সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল মান্নান বলেন, আমার প্রতিষ্ঠানের শিক্ষকের নিকট হতে বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার পর, শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করতে উপজেলা প্রশাসনের সহযোগিতা চেয়েছিলাম। উপজেলা প্রশাসনের পদক্ষেপে কোমলমতী মেধাবী শিক্ষার্থী বাল্যবিয়ে হতে রক্ষা পেয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট মাদ্রাসার অধ্যক্ষের নিকট হতে বাল্যবিয়ের খবর পেয়ে আজ বৃহস্পতিবার দুপর ১ টা ৩০ মিনিটে শিক্ষার্থীর নিজ বাড়ি সারিয়াকান্দি পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করা হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পৌর সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর রিনা বেগম, অধ্যক্ষ আব্দুল মান্নান, শিক্ষক ফজলে রাব্বী, এ কে এম মকবুলার রহমান সোহেল , রেজাউল করিম, শ্যামা কান্ত ঘোষ সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেল মিয়া আজকের পত্রিকাকে বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিক ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। উপজেলায় বাল্যবিয়ে বন্ধে প্রশাসনের সার্বক্ষণিক অভিযান অব্যাহত থাকবে।

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ