হোম > সারা দেশ > পাবনা

১০ দিনের ব্যবধানে রূপপুরে ৫ রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে বিদেশিদের জন্য আবাসন প্রকল্প গ্রিনসিটির বহুতল ভবনের কক্ষ থেকে ওই রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম ভরতনিকভ আলেকজান্ডার (৪৫)। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ‘নিকিম এটোমস্ট্রয়’ নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। 

পুলিশ জানিয়েছে, বিদেশি পাসপোর্টধারী ওই রুশ নাগরিক গ্রিনসিটির আবাসিক বহুতল ভবনের একটি কক্ষে থাকতেন। কাজে না যাওয়ায় তাঁর এক সহকর্মী তাঁকে খুঁজতে এসে দেখেন তিনি গ্রিনসিটির ১৫ নম্বর ভবনের ছয়তলায় খাটের ওপরে অচেতন অবস্থা পড়ে আছেন। দ্রুত গ্রিনসিটি প্রকল্প সংশ্লিষ্ট সবাইকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ বিকেলে মরদেহ উদ্ধার করে। 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, গত ১০ দিনের ব্যবধানে রূপপুরে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসব মরদেহ ময়নাতদন্তের রিপোর্টে তেমন কিছু পাওয়া যায়নি। শুধু একজনের মাদক সংশ্লিষ্টতা পাওয়া গেছে। অন্যদের রিপোর্টে হৃদরোগের কথা বলা হয়েছে। 

মো. আসাদুজ্জামান আরও জানান, রোববার উদ্ধার হওয়া রুশ নাগরিকের মরদেহ ময়নাতদন্তের তদন্তের জন্য বিকেলে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর কক্ষ থেকে ভেষজ জাতীয় কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে। তিনি নিয়মিত জিম করতেন। এই ভেষজ খাবারগুলো রাশিয়া থেকে আনা হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন:

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক

সব চেষ্টা—আকুতি বিফলে, মায়ের কোলে মৃত সাজিদ