হোম > সারা দেশ > বগুড়া

শেরপুরে নিখোঁজ আওয়ামী লীগ নেতার মরদেহ মিলল নদীতে

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে বাঙ্গালী নদী থেকে ইউনিয়ন আওয়ামী লীগের এক সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দুই দিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ বুধবার বেলা ১১টায় উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের চান্দাইকোনা বগুড়া বাজার ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবলীগ নেতার নাম মহরম আলী (৪৫)। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। মহরম আলী সীমাবাড়ী ইউনিয়নে টাকা ধুকুরিয়া গ্রামের মৃত তাহেজ আলী খানের ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খানের ছোট ভাই। 

স্থানীয়রা বলছেন, নিহত মহরম আলীর নামে মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গত সোমবার রাত দেড়টার দিকে পুলিশের একটি দল ওই এলাকায় মিসিং ডায়েরি অনুযায়ী এক ভুক্তভোগীকে উদ্ধারের জন্য যায়। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হতে পারে ভয়ে মহরম পুলিশ দেখে দৌড়ে পালিয়ে যান এবং ব্রিজ থেকে নদীতে লাফিয়ে পড়েন। এর পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি করা হলে আজ বুধবার সকালে নদীতে তাঁর মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ বেলা ১১টায় মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। 

তবে মহরম আলীকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে দাবি করেছেন তাঁর বোন শিউলী জাহান। তিনি বলেন, ‘সে দিন রাতে মহরমের সাথে তাঁর দুই বন্ধু ছিল। তাদের তথ্যমতে, মহরম পুলিশ দেখে নদীতে ঝাঁপ দিয়েছে। কিন্তু তাঁর লাশ দেখে পানিতে ডুবে মরার মতো মনে হচ্ছে না। সম্ভবত তাঁকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। আমরা পোস্টমর্টেম রিপোর্টের জন্য অপেক্ষা করছি।’ 

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা আজকের পত্রিকাকে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল