হোম > সারা দেশ > বগুড়া

কোরবানির মাংসও পেল না সমাজচ্যুত ৯ পরিবার

প্রতিনিধি, ধুনট (বগুড়া)

ধুনট উপজেলায় নয়টি পরিবারকে একঘরে করে রাখার অভিযোগ উঠেছে। গ্রামের মসজিদের উন্নয়নকাজে চাঁদা না দেওয়ায় তাঁদের সমাজচ্যুত করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। নিজেদের কোরবানি দেওয়ার সামর্থ্য নেই। কোরবানির মাংসও পাননি তাঁরা। 

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের মরিচতলা গ্রামে ১৪৫টি পরিবার নিয়ে একটি সমাজ। ওই সমাজের নেতৃত্ব দেন মাসুদ সরকারসহ আরও কয়েকজন মাতব্বর। তিন বছর আগে গ্রামের জামে মসজিদের উন্নয়নকাজের জন্য সমাজের সব পরিবারের নামে সামর্থ্য অনুযায়ী চাঁদা ধরা হয়। কিন্তু এই চাঁদার টাকা দিতে রাজি হয়নি নয়টি পরিবার। এ কারণে তাদের একঘরে করার ঘোষণা দেন প্রধান মাতব্বর মাসুদ সরকার। পরিবারগুলোর প্রধান হলেন–জাহাঙ্গীর আলম, ফটিক সরকার, বাবু মিয়া, সোরাব আলী, বেহুলা বেগম, আবুল কালাম, শহিদুল ইসলাম, আলমগীর হোসেন ও হেলাল উদ্দিন। কোরবানির ঈদের আগে ফেরার চেষ্টা করলেও মাতব্বররা তাতে রাজি হয়নি। 

ভুক্তভোগী এক পরিবারের প্রধান জাহাঙ্গীর আলম জানান, সামর্থ্য না থাকায় গ্রামের মসজিদের উন্নয়নের চাঁদার টাকা দিতে পারেননি। এ জন্য সমাজের মাতব্বরেরা তাঁদের সমাজচ্যুত করেছেন। এবার কোরবানির ঈদের আগে তাঁরা সমাজে ফেরার জন্য মাতব্বরদের অনুরোধ করেছেন। কিন্তু কেউ রাজি হননি। কোরবানির মাংসও দেয়নি। গ্রামের অন্য পরিবারগুলোর মতো স্বাভাবিক জীবনযাপন করতে স্থানীয় প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তাঁরা। 

তবে সমাজচ্যুত পরিবারগুলোর অভিযোগ অস্বীকার করেছে প্রধান মাতব্বর মাসুদ সরকার। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে ওই পরিবারগুলো। পরিবারগুলো এক সময় তাঁদের সমাজে ছিল। সামাজিকভাবে দ্বন্দ্বের সৃষ্টি হওয়ায় তাঁরা সমাজ থেকে বের হয়ে যান। বর্তমানে কোন সমাজের সঙ্গে আছে তা তিনি জানেন না। 

মরিচতলা গ্রামের নয়টি পরিবারকে সমাজচ্যুত করার বিষয়টি নিয়ে মাতব্বরদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম আপেল। 

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’