হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

নাচোলে ২ শিক্ষার্থী হত্যা মামলায় আসামি ১৮, গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে নিহত মাসুদ রানা ও রায়হান। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মল্লিকপুরে ছুরিকাঘাতে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় ১০ জনের নামে ও অজ্ঞাত আরও আটজনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। গতকাল বুধবার রাতে নিহত মাসুদ রানার বাবা এজাবুল হক বাদী হয়ে এই মামলা করেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম গ্রেপ্তার ও মামলার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

ওসি মনিরুল বলেন, গত মঙ্গলবার রাতে উপজেলার মল্লিকপুরে ছুরিকাঘাতে মারা যান একই উপজেলার খোলসী গ্রামের এজাবুল হকের ছেলে ও নাচোল উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক মাসুদ রানা (২৩) ও চাঁদপাড়ার আব্দুর রহিমের ছেলে রায়হান আলী (১৩)। ওই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

ওসি আরও জানান, মামলায় ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও সাত থেকে আটজনকে আসামি করা হয়েছে। মামলার পর মল্লিকপুরের আজিজুল হক ও মো. তাসিম নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মঙ্গলবার রাতেই সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছিল। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে তাঁদের সম্পৃক্ততা পাওয়ায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মনিরুল ইসলাম জানান, বাকি আসামিদের গ্রেপ্তারে এরই মধ্যে অভিযান শুরু করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ বলেন, মল্লিকপুরের আব্দুস সালাম ও শাহীন আলীর মধ্যে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে মারা যান মাসুদ ও রায়হান।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’

নাগরিকত্ব ছেড়ে যুক্তরাজ্যপ্রবাসীর মনোনয়নপত্র দাখিল, হলফনামায় নেই স্বাক্ষর

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন