হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় যৌথ বাহিনীর টহল শুরু, চেকপোস্ট কার্যক্রম জোরদার

 নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় যৌথ বাহিনীর টহল। ছবি: আজকের পত্রিকা

জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নওগাঁয় যৌথ বাহিনীর টহল ও চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। রাতে সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ বিভিন্ন বাহিনীর সমন্বয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোয় চেকপোস্ট বসানো হচ্ছে এবং একযোগে টহল পরিচালনা করা হচ্ছে।

আজ মঙ্গলবার রাত ৮টার দিকে সদর থানা থেকে জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী ও আনসারের সমন্বয়ে যৌথ বাহিনীর এই টহল শুরু হয়।

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানান, জেলার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘যৌথ বাহিনীর টহল ও চেকপোস্ট পরিচালনার মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা ও বিশ্বাস আরও দৃঢ় করা। মানুষ যেন নিশ্চিন্তে ও নিরাপদে চলাফেরা করতে পারে এবং দুষ্কৃতকারীদের তৎপরতা সীমিত রাখা যায়, সে জন্য আমরা এই যৌথ টহল পরিচালনা করছি।’

গাজিউর রহমান বলেন, ‘নওগাঁ দেশের অন্যতম ধান-চাল উৎপাদনকারী জেলা হওয়ায় প্রতিদিন অসংখ্য ট্রাক এসব পণ্য পরিবহন করে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠায়। চাল ব্যবসায়ী ও পরিবহনের মালিকেরা যদি কোথাও অনিরাপদ বোধ করেন, তাহলে তাঁরা আমাদের সঙ্গে যোগাযোগ করলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে