হোম > সারা দেশ > নাটোর

বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার, প্রকৌশলীসহ আহত ৪

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির-২ এর প্রকৌশলীসহ চারজন কর্মচারী হামলার শিকার হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে উপজেলার খুবজীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের গ্রাহক মামুন সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

এক গ্রাহকের পরিবার পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

হামলায় আহতরা হলেন, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ (গুরুদাসপুর)-এর সহকারী প্রকৌশলী মশিউর রহমান (৪৮), ওই কার্যালয়ের কর্মচারী ইকবাল হোসেন (৪৫), ফরিদুল ইসলাম (২৮) ও আবদুল আজিজ (২৪)। তাঁদের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে আজিজের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে পল্লী বিদ্যুৎ সমিতি–২ এর উপ মহাব্যবস্থাপক মো. আবদুর রশিদ বাদী হয়ে গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেছেন। এতে গ্রাহক মামুন সরদার, তাঁর বাবা বাহার সরদার, চাচা তাহাদ সরদার, মামুনের বোন বন্যা বেগম ও মা আনজুয়ারা বেগমকে আসামি করা হয়েছে।

আহত মশিউর রহমান জানান, গ্রাহক মামুন সরদারের চার মাসের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। বিল পরিশোধের জন্য কয়েক দফা বলা হলেও বিল পরিশোধ করেননি তিনি। বিল বকেয়া থাকায় সম্প্রতি এক বিশেষ অভিযানে তাঁর সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। এ সময় মামুনের পরিবারের লোকজন বাঁশ দিয়ে পিটিয়ে এবং ইটপাটকেল ছুড়ে তাঁদের মারাত্মকভাবে আহত করেন। পরে থানা থেকে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত ব্যক্তিরা।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মতিন বলেন, এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার