বগুড়ার শেরপুরে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ইসমাইল প্রামাণিক (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে বগুড়ার কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল রোববার মধ্যরাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। এদিন দুপুরে ধর্ষণের ঘটনা ঘটলে রাতেই শিশুটির মা থানায় মামলা করেন।
মামলায় জানা গেছে, রোববার দুপুরে শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় ইসমাইল তাকে চিপসের প্রলোভন দিয়ে বাসায় নিয়ে ধর্ষণ করেন। শিশুটি বাসায় এসে অসুস্থ হয়ে পড়লে তার মা জিজ্ঞেস করেন। পরে শিশুটি ঘটনা খুলে বলে।
ভুক্তভোগী শিশুর মা বলেন, ‘রাতেই আমি মেয়েকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’
মামলা তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়ার কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে ধর্ষণের শিকার হওয়া শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।