হোম > সারা দেশ > পাবনা

এবার পাবনায় টিকা না দিয়েই সিরিঞ্জ প্রয়োগের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

প্রতিনিধি, পাবনা

টাঙ্গাইলের পর এবারে পাবনাতেও করোনা টিকা না দিয়ে শরীরে সিরিঞ্জ প্রয়োগের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দুপুর পৌনে ১২টার দিকে পাবনা জেনারেল হাসপাতাল টিকা কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. কে এম আবু জাফর। 

পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. কে এম আবু জাফর বলেন, তদন্ত কমিটির প্রধান করা হয়েছে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড. রফিকুল হাসানকে। তিন দিনের মধ্যে তাঁদের প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তের মাধ্যমে সবকিছু জানা যাবে। 

সহকারী পরিচালক বলেন, সেই সঙ্গে এ ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার দায়ে মেরিনা গোমেজ ও মিতা খাতুন নামের দু'জন সিনিয়র স্টাফ নার্সকে প্রত্যাহার করা হয়েছে। 

অভিযোগ সূত্রে জানা গেছে, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের এমবিবিএস শেষ বর্ষের শিক্ষার্থী ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিনিয়র ম্যানেজার অ্যাডভোকেট মো. আবদুল হান্নানের মেয়ে সাবাহ মারিয়ম অন্তিকা করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার জন্য বুধবার সকালে পাবনা জেনারেল হাসপাতালের টিকা কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়ান। দুপুর পৌনে ১২টার দিকে তাঁকে টিকা দেওয়ার জন্য নির্ধারিত স্থানে বসানো হয়। এরপর টিকা ছাড়াই খালি সিরিঞ্জ তাঁর শরীরে পুশ করা হয় বলে অভিযোগ করেন তিনি। 

মেডিকেল শিক্ষার্থী সাবাহ মারিয়ম অন্তিকার বাবা অ্যাডভোকেট আব্দুল হান্নান অভিযোগ করে বলেন, ‘টিকা ছাড়াই আমার মেয়ের শরীরে সিরিঞ্জ পুশ করা হয়েছে। তিনি বলেন, আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার দাবি করছি। প্রয়োজনে আমি উকিল নোটিশ করব।' 

পাবনার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী বলেন, ঘটনাটি দুঃখজনক। তবে আমি এ বিষয়ে বিস্তারিত কিছুই জানি না। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে। 

উল্লেখ্য গত ১ আগস্ট রোববার দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা গ্রহণকারীদের অনেকের শরীরে সুঁই প্রবেশ করে সিরিঞ্জে থাকা ডোজ পুশ না করেই বের করে ফেলার অভিযোগ উঠে। পরে অভিযুক্তকারী সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিন সিরিঞ্জগুলো বাইরে ফেলে দেন বলে জানা গেছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার