হোম > সারা দেশ > পাবনা

চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম আর নেই

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম (৬৭) আর নেই। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক এ তথ্য নিশ্চিত করেছেন। নজরুল ইসলাম স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

আতিকুর রহমান আতিক বলেন, আজ শুক্রবার বাদ জুমা চাটমোহর রাজা চন্দ্রনাথ ও বাবু সম্ভুনাথ উচ্চ বিদ্যালয়ের বালুচর খেলার মাঠে তাঁর প্রথম জানাজা হবে। এরপর তাঁর নিজ গ্রাম হরিপুর ইউনিয়নের আগ শোয়াইল গ্রামে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে লাশ দাফন করা হবে। তাঁর মৃত্যুর খবরে চাটমোহরসহ পাবনার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হলে নজরুল ইসলামকে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে তাঁকে দ্রুত ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টা ৫০ মিনিটের দিকে মারা যান তিনি।

এদিকে নজরুল ইসলামের মৃত্যুতে পাবনা-১ আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, পাবনা-৩ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, সাবেক সংসদ সদস্য এ কে এম সামসুদ্দিন খবির, কে এম আনোয়ারুল ইসলাম, চাটমোহর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন সাখো, সাবেক মেয়র আব্দুল মান্নান গভীর শোক প্রকাশ করেছেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নজরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা পোষণ করেছিলেন।

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা