জয়পুরহাটের কালাই উপজেলায় মোহসিন আলী (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার করিমপুর ত্রিমুহনী বামনগ্রামের রাস্তার পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবক কালাই উপজেলার জিন্দারপুরের বাখড়া বেলগাড়িয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি স্থানীয় বেলগাড়িয়া মণ্ডলপাড়া জামে মসজিদের ইমাম এবং প্রাইভেট টিউটর।
নিহত মোহসিন আলীর বাবা মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল মঙ্গলবার সকালে টিউশনি করে বাসায় এসে দুপুরে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয় আমার ছেলে। সচরাচর সে ছাত্রছাত্রীদের প্রাইভেট পড়িয়ে রাতে বাড়িতে ফেরে। কিন্তু কাল রাতে না ফেরায় আমরা তাঁর মোবাইল ফোনে কল করলেও সে রিসিভ করেনি। অবশেষে বুধবার সকালে ক্ষেতলাল-মোলামগাড়ী সড়কের পাশ তাঁর মরদেহ দেখতে পাই। আমি আমার সন্তানের হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করে আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’