হোম > সারা দেশ > জয়পুরহাট

কালাইয়ে রাস্তার ধারে মিলল যুবকের মরদেহ

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলায় মোহসিন আলী (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার করিমপুর ত্রিমুহনী বামনগ্রামের রাস্তার পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত যুবক কালাই উপজেলার জিন্দারপুরের বাখড়া বেলগাড়িয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি স্থানীয় বেলগাড়িয়া মণ্ডলপাড়া জামে মসজিদের ইমাম এবং প্রাইভেট টিউটর। 

নিহত মোহসিন আলীর বাবা মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল মঙ্গলবার সকালে টিউশনি করে বাসায় এসে দুপুরে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয় আমার ছেলে। সচরাচর সে ছাত্রছাত্রীদের প্রাইভেট পড়িয়ে রাতে বাড়িতে ফেরে। কিন্তু কাল রাতে না ফেরায় আমরা তাঁর মোবাইল ফোনে কল করলেও সে রিসিভ করেনি। অবশেষে বুধবার সকালে ক্ষেতলাল-মোলামগাড়ী সড়কের পাশ তাঁর মরদেহ দেখতে পাই। আমি আমার সন্তানের হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করে আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’ 

এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন আজকের পত্রিকাকে বলেন, বুধবার সকালে স্থানীদের সংবাদের ভিত্তিতে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত মোহসীন আলীর মাথার পেছনে ধারালো অস্ত্রের গভীর দুটি আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি