হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় করতোয়া নদীতে ঝাঁপ দিয়ে কলেজছাত্রী নিখোঁজ

বগুড়া প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুরে করতোয়া নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ কলেজছাত্রীকে উদ্ধারে তল্লাশি চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ শুক্রবার উপজেলার রহিমাবাদ উত্তরপাড়ায়। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার শাজাহানপুরে ছোট ভাইয়ের সঙ্গে ঝগড়া করে করতোয়া নদীতে ঝাঁপ দিয়ে এক কলেজছাত্রী নিখোঁজ হয়েছে। তার নাম সানজিদা খাতুন (১৭)।

নিখোঁজ সানজিদা শাজাহানপুর উপজেলার রহিমাবাদ উত্তরপাড়ার সাইফুল ইসলাম লিটনের মেয়ে এবং শেরপুর পল্লী উন্নয়ন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে রহিমাবাদ উত্তরপাড়া গ্রামসংলগ্ন করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, সানজিদা দুপুরের পর তার ছোট ভাইয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে গ্রামসংলগ্ন করতোয়া নদীতে ঝাঁপ দেয়। সঙ্গে সঙ্গে গ্রামের লোকজন তাকে উদ্ধার করতে নদীতে নৌকা নিয়ে তল্লাশি শুরু করে। পরে ফায়ার সার্ভিসের একটি দল নদীতে তল্লাশি চালায়। সন্ধ্যা পর্যন্ত কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কার্যক্রম বন্ধ রাখেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সন্ধ্যার পর রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি এসে নদীতে তল্লাশি শুরু করেছে। তবে ওই ছাত্রীর সন্ধান মেলেনি।

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে