হোম > সারা দেশ > পাবনা

বেড়ায় ৫ চাল ব্যবসায়ীকে ৫৮ হাজার টাকা জরিমানা

বেড়া (পাবনা) প্রতিনিধি

বেড়া উপজেলা খাদ্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের অভিযানে পাঁচ চাল ব্যবসায়ীকে ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্না। 

এ সময় আদালতের উপস্থিতি টের পেয়ে অনেক প্রতিষ্ঠান তালাবদ্ধ করে লোকজন গা-ঢাকা দেন। 

বেড়া উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কাউছারুল আলম অভিযানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, স্থানীয় বাজারের কিছু অসাধু ব্যবসায়ী চালের বাজারে অস্থিরতা সৃষ্টি করতে নানামুখী তৎপরতা চালাচ্ছেন। তাঁরা ইচ্ছেমতো বাজারমূল্য নির্ধারণ ও বিপুল পরিমাণ চাল মজুত করেছেন বলে সংবাদ আসে। এমন অভিযোগের সূত্র ধরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বেড়া বাজারের মেসার্স সবুজ ট্রেডার্স, মেসার্স হক ট্রেডার্স, ইসলাম ট্রেডার্স ও বৃশালিখা বন্দর ঘাটের মেসার্স মাসুদ ট্রেডার্স ও ভাই ভাই ট্রেডার্সে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা দেখতে পান। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না আজকের পত্রিকাকে বলেন, অভিযানে ব্যবসায়ীরা তাঁদের প্রতিষ্ঠানের বৈধ লাইসেন্স, চাল ক্রয়ের রসিদ, মজুত তালিকা, বিক্রয়মূল্যের তালিকা দেখাতে ব্যর্থ হলে খাদ্য নিরাপত্তা ও ভোক্তা অধিকার আইনে বেড়া বাজারের মেসার্স সবুজ ট্রেডার্সকে ১০ হাজার, মেসার্স হক ট্রেডার্সকে ১০ হাজার, ইসলাম ট্রেডার্সকে ৩ হাজার, বৃশালিখা বন্দর ঘাটের মাসুদ ট্রেডার্সকে ২০ হাজার, মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা জরিমানা করে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত রাখবেন বলে জানান তিনি। 

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার