হোম > সারা দেশ > পাবনা

বেড়ায় ৫ চাল ব্যবসায়ীকে ৫৮ হাজার টাকা জরিমানা

বেড়া (পাবনা) প্রতিনিধি

বেড়া উপজেলা খাদ্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের অভিযানে পাঁচ চাল ব্যবসায়ীকে ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্না। 

এ সময় আদালতের উপস্থিতি টের পেয়ে অনেক প্রতিষ্ঠান তালাবদ্ধ করে লোকজন গা-ঢাকা দেন। 

বেড়া উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কাউছারুল আলম অভিযানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, স্থানীয় বাজারের কিছু অসাধু ব্যবসায়ী চালের বাজারে অস্থিরতা সৃষ্টি করতে নানামুখী তৎপরতা চালাচ্ছেন। তাঁরা ইচ্ছেমতো বাজারমূল্য নির্ধারণ ও বিপুল পরিমাণ চাল মজুত করেছেন বলে সংবাদ আসে। এমন অভিযোগের সূত্র ধরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বেড়া বাজারের মেসার্স সবুজ ট্রেডার্স, মেসার্স হক ট্রেডার্স, ইসলাম ট্রেডার্স ও বৃশালিখা বন্দর ঘাটের মেসার্স মাসুদ ট্রেডার্স ও ভাই ভাই ট্রেডার্সে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা দেখতে পান। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না আজকের পত্রিকাকে বলেন, অভিযানে ব্যবসায়ীরা তাঁদের প্রতিষ্ঠানের বৈধ লাইসেন্স, চাল ক্রয়ের রসিদ, মজুত তালিকা, বিক্রয়মূল্যের তালিকা দেখাতে ব্যর্থ হলে খাদ্য নিরাপত্তা ও ভোক্তা অধিকার আইনে বেড়া বাজারের মেসার্স সবুজ ট্রেডার্সকে ১০ হাজার, মেসার্স হক ট্রেডার্সকে ১০ হাজার, ইসলাম ট্রেডার্সকে ৩ হাজার, বৃশালিখা বন্দর ঘাটের মাসুদ ট্রেডার্সকে ২০ হাজার, মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা জরিমানা করে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত রাখবেন বলে জানান তিনি। 

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার