বগুড়ায় গৃহবধূ হত্যার ১৯ বছর পর তাঁর স্বামী চান মিয়াকে (৪০) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা দায়রা জজ আদালত-২-এর বিচারক জালাল উদ্দিন এ রায় দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া চান মিয়া শাজাহানপুর উপজেলার মানিকদীপা পদ্মপাড়া গ্রামের চুন্নু মিয়ার ছেলে।
আদালতের পুলিশ পরিদর্শক মোসাদ্দেক হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর ভোরে স্ত্রী ফুলবানুর সঙ্গে চান মিয়ার ঝগড়া হয়। একপর্যায়ে পরনের গেঞ্জি দিয়ে ফুলবানুর গলা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন তিনি। এরপর ফুলবানুর পরনের শাড়ি দিয়ে ঘরের আড়ার সঙ্গে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজান।
মোসাদ্দেক হোসেন আরও বলেন, এ ঘটনার পর দিন পুলিশ চান মিয়াকে আটক করে এবং ফুলবানুর বাবা হত্যা মামলা করেন। পরে আদালতে চান মিয়া স্ত্রীকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।