হোম > সারা দেশ > জয়পুরহাট

মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে মাদক মামলায় ফরহাদ আলী (৫৩) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আব্বাস উদ্দিন আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

জয়পুরহাট জজ আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত ফরহাদ আলী চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার শান্তিপাড়া-দর্শনা গ্রামের বাসিন্দা। 

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ১০ জুলাই ফরহাদ আলী নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন ভারত থেকে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে পাচার করছিলেন। তখন পাঁচবিবি উপজেলার চেঁচরা গ্রামে স্থানীয়রা তাঁকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ সময় তাঁর কাছ থেকে ১৪০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়। পরদিন পাঁচবিবি থানায় মামলা দিয়ে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক থাকেন। 

এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা পাঁচবিবি থানা-পুলিশের উপপরিদর্শক ফারুক হোসেন তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন। 

মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নৃপেন্দ্র নাথ মণ্ডল, আর আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট নাজমুল ইসলাম জনি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’

নাগরিকত্ব ছেড়ে যুক্তরাজ্যপ্রবাসীর মনোনয়নপত্র দাখিল, হলফনামায় নেই স্বাক্ষর

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন