হোম > সারা দেশ > জয়পুরহাট

মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে মাদক মামলায় ফরহাদ আলী (৫৩) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আব্বাস উদ্দিন আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

জয়পুরহাট জজ আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত ফরহাদ আলী চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার শান্তিপাড়া-দর্শনা গ্রামের বাসিন্দা। 

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ১০ জুলাই ফরহাদ আলী নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন ভারত থেকে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে পাচার করছিলেন। তখন পাঁচবিবি উপজেলার চেঁচরা গ্রামে স্থানীয়রা তাঁকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ সময় তাঁর কাছ থেকে ১৪০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়। পরদিন পাঁচবিবি থানায় মামলা দিয়ে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক থাকেন। 

এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা পাঁচবিবি থানা-পুলিশের উপপরিদর্শক ফারুক হোসেন তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন। 

মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নৃপেন্দ্র নাথ মণ্ডল, আর আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট নাজমুল ইসলাম জনি।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার