হোম > সারা দেশ > পাবনা

পাবিপ্রবিতে রাজনীতি মুক্ত ক্যাম্পাস ঘোষণা

পাবনা প্রতিনিধি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে রাজনীতি মুক্ত ক্যাম্পাস ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রীদের দাবির প্রেক্ষিতে, বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের নীতি নির্ধারণী ব্যক্তিবর্গের সঙ্গে জরুরি আলোচনা ও বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ধারা ১১ (১২) অনুযায়ী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ড (সব ধরনের রাজনৈতিক সংগঠন, ছায়া সংগঠন ও পেশাজীবী সংগঠন) বন্ধ করা হলো। অর্থাৎ রাজনীতি মুক্ত ক্যাম্পাস ঘোষণা করা হলো। 

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক মিরাজুল ইসলাম বলেন, ‘এমন সিদ্ধান্তের জন্য আমরা ভিসি ম্যামকে ধন্যবাদ জানাই। তিনি সাধারণ শিক্ষার্থীদের মনের কথা বুঝতে পেরেছেন।’ 

তিনি আরও বলেন, ‘গত রোববার (১২ আগস্ট) দুপুরে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ১৩ দফা দাবি বাস্তবায়নের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম। তার মধ্যে ভিসি ম্যাম দু’টি দাবি পূরণ করেছেন। বাকি দাবিগুলোও বাস্তবায়নের জন্য তিনি আশ্বাস দিয়েছেন। আশা করি, রাজনীতিমুক্ত সুস্থ একটা ক্যাম্পাস আমরা গড়ে তুলতে পারব।’ 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম আজকের পত্রিকাকে বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে রিজেন্ট বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনীতি মুক্ত ক্যাম্পাস ঘোষণা করে অফিস আদেশও জারি করা হয়েছে।’

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু