হোম > সারা দেশ > বগুড়া

ফেরিওয়ালা ‘মাথা’র রাতে স্বেচ্ছায় নির্বাচনী প্রচার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

স্থানীয়রা তাঁকে ‘মাথা’ নামে ডাকে। পুরো নাম সাহেব আলী মাথা। সারা দিন বিভিন্ন ট্রেনে ফেরি করে হ্যান্ড মাইকে নানা সামগ্রী বিক্রি করেন। সন্ধ্যা হলেই স্বেচ্ছায় নির্বাচনী প্রচারের কাজে নেমে পড়েন। বগুড়া-৩ আসনে (আদমদীঘি-দুপচাঁচিয়া) স্বতন্ত্র প্রার্থী সাইফুল্লাহ আল মেহেদী বাঁধনের (ট্রাক প্রতীক) হয়ে কাজ করেন বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের হার্ভের মোড় এলাকার এই ফেরিওয়ালা।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সরেজমিন সান্তাহার স্টেশন এলাকায় গিয়ে দেখা যায়, সাহেব আলী মাথার এক হাতে ট্রাক মার্কার পোস্টার, অন্য হাতে মাইক নিয়ে সাইফুল্লাহ আল মেহেদী বাঁধনের ভোট চেয়ে বেড়াচ্ছেন। এ সময় তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি সারা দিন মাথায় ফেরি নিয়ে বিভিন্ন ট্রেনে নানা ধরনের সামগ্রী বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকি। আর সন্ধ্যার পর থেকে বাঁধন ভাইকে ভালোবেসে তাঁর প্রচার চালাচ্ছি। আমি নিজের উদ্যোগে বিনা স্বার্থে তাঁর হয়ে কাজ করছি।’

এ ব্যাপারে আদমদীঘি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহামুদুর রহমান পিন্টু বলেন, ‘শুনেছি সাহেব আলী মাথা স্বেচ্ছায় স্বতন্ত্র প্রার্থী সাইফুল্লাহ আল মেহেদী বাঁধনের নির্বাচনী প্রচার করছে। এ জন্য আমি তাঁকে ধন্যবাদ জানাই।’

আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সদস্য রোকনুজ্জামান রুকু বলেন, ‘সাহেব আলী মাথা নামের ওই ফেরিওয়ালাকে কয়েক দিন ধরে দেখছি নির্বাচনী এলাকায় বাঁধনের ট্রাক মার্কার প্রচার চালাচ্ছেন। বর্তমানে স্বার্থ ছাড়া কাজ করা লোক খুব কম চোখে পড়ে।’

এ বিষয়ে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন আজকের পত্রিকাকে বলেন, ‘এটা আমাকে জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। সব শ্রেণির জনগণ যে আমাকে ভালোবাসে, সাহেব আলী মাথাকে দেখে সেটা বোঝা যায়।’

রাজশাহীতে মিনু-মুজিবুরের মনোনয়ন বৈধ

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে

ঈশ্বরদীতে রাতের খাবার খেয়ে ৩০ শ্রমিক হাসপাতালে

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে টিকটকে স্ত্রী, কনস্টেবল প্রত্যাহার

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর