হোম > সারা দেশ > পাবনা

চিকিৎসার ফাঁদে ফেলে প্রতারণা, ৫ খুলিসহ কবিরাজ গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি

গ্রেপ্তার কবিরাজ রেজাউল করিম। ছবি: আজকের পত্রিকা

দাম্পত্য কলহ দূর, মনের মানুষকে কাছে পাইয়ে দেওয়ার ব্যবস্থা, গর্ভধারণে সক্ষমতার ব্যবস্থা করা, প্যারালাইসিস রোগের উপশমসহ বিভিন্ন রোগের চিকিৎসার ফাঁদে ফেলে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন রেজাউল করিম (৪০) নামের এক কথিত কবিরাজ। এসব অভিযোগে তাঁকে গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় পাঁচটি খুলিসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

আজ সোমবার দুপুরে পাবনার আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহারুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) কামরুজ্জামান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পাবনার জেলার বিভিন্ন কর্মকর্তা, থানা-পুলিশসহ এলাকাবাসী।

কারাদণ্ড পাওয়া রেজাউল করিম আটঘরিয়া পৌরসভার ধলেশ্বর মহল্লার বাসিন্দা। কারাদণ্ডের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ইউএনও নাহারুল ইসলাম।

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কবিরাজ রেজাউল করিম অনেক দিন ধরে অসহায় মানুষকে ভুল বুঝিয়ে বিভিন্ন অপচিকিৎসা দিয়ে আসছিলেন। পাবনা জেলার এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে আজ সোমবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ধলেশ্বর মহল্লার রেজাউলের নিজ বাড়ির আস্তানায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

রেজাউল করিমের আস্তানায় রাখা মানুষের ৫ খুলিসহ বিভিন্ন সরঞ্জাম। ছবি: আজকের পত্রিকা

রেজাউলের আস্তানা থেকে পাঁচটি মাথার খুলি, তসবি, সনাতন ধর্মের বই, ত্রিশূল, একটি লোহার বড় চেন, শঙ্খ, সিঁদুরসহ বিভিন্ন গাছগাছালির ছাল জব্দ করা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রেজাউলকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ইউএনও নাহারুল ইসলাম বলেন, ভুয়া কবিরাজকে গ্রেপ্তার করে এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। অনেক দিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে বিপুল অর্থ হাতিয়ে নিতেন তিনি। এসব অপকর্মে আরও জড়িতদের সন্ধান পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা