নাটোরের গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় জরিনা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৬টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের শিধুলী বিশ্বরোডের আইড়মারী ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।
নিহত জরিনা বেগম শিধুলী গ্রামের তাজ আলী ফকিরের স্ত্রী।
স্থানীয়রা জানান, নাটোর থেকে মহিষ নিয়ে একটি পিকআপ ঢাকার দিকে যাচ্ছিল। শিধুলী বিশ্বরোডের আইড়মারী ব্রিজের পাশে জরিনা বেগম দাঁড়িয়ে ছিলেন। পিকআপটি আইড়মারী ব্রিজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে জরিনা বেগমকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই জরিনা বেগমের মৃত্যু হয়।
এ বিষয়ে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, ‘মৃতদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গাড়িটি এখনো খাদ থেকে ওঠানো সম্ভব হয়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’