হোম > সারা দেশ > নওগাঁ

অপহরণ করে হত্যা মামলার দেড় মাস পর জীবিত ফিরলেন হোটেলশ্রমিক

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় এক হোটেলশ্রমিককে অপহরণের পর হত্যা ও লাশ গুম করা হয়েছে বলে হোটেলমালিকসহ আরও দুই কর্মচারীর বিরুদ্ধে মামলা করেন নিখোঁজ শ্রমিকের বাবা। পরে ওই শ্রমিককে ঢাকা থেকে জীবিত উদ্ধার করে জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার ওই যুবকের জবানবন্দি রেকর্ডের জন্য নওগাঁ আদালতে নেওয়া হয়। এর আগে গতকাল ঢাকার দারুস সালাম থানা এলাকার নয়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে তাঁকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ওই যুবকের নাম কাওসার আলী (১৮)। উপজেলার পরানপুর ইউনিয়নের সদলপুর গ্রামের আজিম উদ্দিনের ছেলে। তিনি বানিসর (কালিতলা) বাজারে সোহাগ বাবুর হোটেলে শ্রমিকের কাজ করতেন।

থানা-পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি সোহাগ বাবুর হোটেল থেকে হঠাৎই নিরুদ্দেশ হয়ে যান কাওসার আলী। ঘটনায় হোটেলমালিক সোহাগ বাবুর বিরুদ্ধে কাওসারকে অপহরণের পর হত্যা ও লাশ গুমের অভিযোগ তুলে গত ২৯ মার্চ নওগাঁ আদালতে মামলা করেন তাঁর বাবা আজিম উদ্দিন। মামলায় হোটেলের দুই কর্মচারীকেও আসামি করা হয়।

এ বিষয়ে হোটেলমালিক সোহাগ বাবু আজকের পত্রিকাকে বলেন, ‘বানিসর বাজারে দীর্ঘদিন ধরে আমি হোটেল ব্যবসা করে আসছি। এ দোকানে কাওসার আলী বয়ের কাজ করে। গত ১ জানুয়ারি সকালে কাওসার ক্যাশবাক্সের তালা ভেঙে ৬ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরবর্তী সময়ে তাকে ধরে জিজ্ঞাসাবাদ করলে টাকা নেওয়ার কথা স্বীকার করে এবং টাকা পরে দেবে বলে জানায়। এরপর থেকে সে নিরুদ্দেশ হয়।’

হোটেলমালিক সোহাগ বাবু আরও বলেন, ‘ঘটনার পর কাওসারের বাবা আজিম উদ্দিন আমার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। দাবি করা টাকা দিতে অস্বীকার করায় ছেলে কাওসারকে অপহরণ করে হত্যা ও লাশ গুমের অভিযোগ তুলে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করেন।’

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, আদালতের নির্দেশে মামলাটি রেকর্ডভুক্ত করে তদন্তভার দেওয়া হয় এসআই সুব্রত কুমারকে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভুক্তভোগী কাওসারকে রাজধানীর মিরপুর এলাকার একটি হোটেল থেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ওসি আরও বলেন, ভুক্তভোগী কাওসারের জবানবন্দি রেকর্ডের জন্য আজ মঙ্গলবার নওগাঁ আদালতে পাঠানো হয়েছে।

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান