হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় নাগর নদে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার 

বগুড়া প্রতিনিধি

বগুড়ার কাহালুতে নানা বাড়ি বেড়াতে গিয়ে নাগর নদে নিখোঁজ যুবক রোকনুজ্জামানের (২৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা মরদেহ উদ্ধার করে। এর আগে শুক্রবার দুপুরে কাহালু উপজেলার বীরকেদার গ্রাম সংলগ্ন নাগর নদে গোসল করতে নেমে নিখোঁজ হন রোকনুজ্জামান। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেন।

রোকনুজ্জামান বগুড়া শহরের চক সুত্রাপুর চামড়া গুদাম লেন এলাকার ওমর ফারুকের ছেলে।

কাহালু থানার ওসি মাহমুদ হাসান বলেন, সৌদি আরবে যাওয়ার জন্য রোকনুজ্জামানের আগামী শুক্রবার বিমানের ফ্লাইট ছিল। এ কারণে বাবা-মা’র সঙ্গে কাহালুর বীরকেদার ফকিরপাড়া গ্রামে নানা মৃত তোজাম্মেল ফকিরের বাড়ি বেড়াতে যান। দুপুরে গ্রাম সংলগ্ন নাগর নদে গোসল করতে নামেন রোকনুজ্জামান। এ সময় তার মামা নদীতে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। নদীতে গোসল করার একপর্যায়ে নিখোঁজ হন রোকনুজ্জামান। স্থানীয় লোকজন বিকেল পর্যন্ত নদীতে তল্লাশি চালিয়ে তাঁর সন্ধান পায়নি। পরে সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে রোকনুজ্জামানের মরদেহ উদ্ধার করেন।

ওসি বলেন, শুষ্ক মৌসুমে নাগর নদ থেকে বালু উত্তোলনের কারণে গভীর খাদের সৃষ্টি হয়। সেই খাদের তলদেশ থেকে ডুবুরি মরদেহ উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়