হোম > সারা দেশ > পাবনা

ঈশ্বরদীতে বালুমহাল নিয়ে অস্ত্রের মহড়া: অস্ত্রসহ ৬ জন গ্রেপ্তার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি 

ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদী উপজেলার পদ্মা নদীতে বালুমহালের দখলদারি নিয়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়া ও গোলাগুলির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও গুলি। আজ বৃহস্পতিবার ঈশ্বরদী থানা-পুলিশের এক ব্রিফিংয়ে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, ঈশ্বরদীর পদ্মাবতী এলাকায় প্রকাশে গুলিবর্ষণ, হামলা, ভাঙচুর ও অবৈধ অস্ত্রের মহড়ার ঘটনায় স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযানের পরিকল্পনা নেয়। সেই অনুযায়ী বুধবার (১১ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সাঁড়াঘাট ও নদীর কয়েকটি পয়েন্টে অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করা হয়। এরা হামলা ও গুলিবর্ষণ ঘটনায় জড়িত বলে দাবি করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইয়াছিন আলী (৩৫), মো. সোনারুল (২৬), হবি মণ্ডল (২৬), সাগর প্রামাণিক (২৭), সোহেল প্রামাণিক (২৮) ও মিরাজ প্রামাণিক (২৪)। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে এঁদের কারাগারে পাঠানো হয়।

ব্রিফিংয়ে পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে ঈশ্বরদী থানাধীন সাঁড়াঘাট, পদ্মা নদী ও চরাঞ্চলে বালু উত্তোলন ও আধিপত্য নিয়ে দুষ্কৃতকারীরা অবৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়াসহ গোলাগুলির ঘটনা ঘটাচ্ছে।

এই নিয়ে গত ২২ মে গোলাগুলিতে স্থানীয় ছয়জন গুলিবিদ্ধ হয়, থানায় মামলা হয়। ৫ জুন আবারও প্রকাশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়ার ঘটনা ঘটে এবং মামলা করা হয়। এর আগেও এমন ঘটনা ঘটে। এ অবস্থায় পুলিশ সাঁড়াশি অভিযানের পরিকল্পনা নেয়। এতে আরও বলা হয়, দুষ্কৃতকারীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে পদ্মায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুন নূর ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ওসি আব্দুন নূর আজকের পত্রিকাকে বলেন, অভিযানের সময় সাঁড়ার ৫ নম্বর ঘাটে রাখা বালুবোঝাই বাল্কহেডের ইঞ্জিন রুমের ভেতর থেকে প্রথমে একটি সচল ওয়ান শুটারগান, চারটি তাজা কার্তুজ এবং পরে সাঁড়ার পানি হাটের কাছে ট্রলারের ছাউনির ভেতরে তোশকের নিচ থেকে একটি সচল ক্যালিবার ও চারটি গুলি উদ্ধার হয়।

রাজশাহীর ২ আসন: বিএনপির বিদ্রোহীরা নির্বাচনী মাঠে, আশাবাদী জামায়াত

ভোটের আগে সীমান্তে সক্রিয় অস্ত্র কারবারিরা

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে গুলি, আতঙ্কে বাজার ফাঁকা

বিপথগামীর জন্য কারাগার হবে সংশোধনাগার: আইজি প্রিজন

রুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিলেন ১৫ হাজার ৫৬৭ পরীক্ষার্থী

বিএনপির রাজশাহী বিভাগের ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

জাপাকে প্রতীক দিলে রাজশাহীতে নির্বাচন হতে দেব না: এনসিপি নেতা

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত