হোম > সারা দেশ > পাবনা

সাঁথিয়ায় নানার বাড়িতে এসে দগ্ধ হয়ে মারা গেল শিশু

পাবনা প্রতিনিধি

পাবনার সাঁথিয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে মারিয়া (৮) নামের এক শিশু আগুনে দগ্ধ হয়ে মারা গেছে। আজ রোববার দুপুরে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের বিলচাপড়ি গ্রামের আরশেদ আলীর বাড়িতে এই ঘটনা ঘটে। 

মারিয়া সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের গয়েশবাড়িয়া গ্রামের রুবেল হোসেনের মেয়ে। 

শিশু মারিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ধুলাউড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জরিফ আহমেদ। তিনি বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। শিশুটির লাশ তার বাবা রুবেল বাড়িতে নিয়ে গেছেন। এ ছাড়া অগ্নিকাণ্ডে তাঁর নানার বাড়িতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।’ 

পরিবার ও স্থানীয় লোকজন জানান, আজ দুপুরে মোকছেদের বাড়ির লোকজন উঠানে পেঁয়াজ কাটছিলেন। এ সময় ঘরের ভেতর হঠাৎ আগুন জ্বলে ওঠে। মুহূর্তে আগুন বাড়ির অন্য ঘর ও মোকছেদের ভাই আরশেদ আলীর ঘরেও ছড়িয়ে পড়ে। এ সময় মারিয়া তার নানা আরশেদের ঘরে কয়েক শিশুর সঙ্গে খেলা করছিল। অন্য শিশুরা দৌড়ে চলে গেলেও মারিয়া ঘরের খাটের নিচে লুকায়। ওই ঘর আগুন ধরে গেলে মারিয়া খাটের নিচেই দগ্ধ হয়ে মারা যায়। 

এ সময় মোকছেদের দুটি ও আরশেদের দুটি টিনের ঘরসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এলাকাবাসী ও সাঁথিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণ সব পুড়ে যায়। 

মোকছেদ বলেন, ‘আমার প্রায় দেড় লাখ টাকা, ১৬০ মণ পেঁয়াজ, ৬০ মণ পাট, ২৫ মণ ধানসহ আমাদের দুই ভাইয়ের ঘর ও মালামাল পুড়ে গেছে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আমরা সব হারিয়ে পথে বসে গেলাম।’ 

সাঁথিয়া ফায়ার সার্ভিসের সহকারী কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।’ 

এ দিকে এই ঘটনায় সাঁথিয়া থানায় কেউ অভিযোগ দেননি বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। 

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার