হোম > সারা দেশ > নওগাঁ

মাটির তৈরি শহীদ মিনারে শিশু কিশোরের শ্রদ্ধাঞ্জলি

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

মাটি আর বাঁশ দিয়ে এক সপ্তাহ ধরে নিজেরাই পরিশ্রম করে গড়ে তোলে শহীদ মিনার। সোমবার সেই শহীদ মিনারে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানাল কোমলমতি শিশুরা। তাদের কেউ শিশু আবার কেউ শিক্ষার্থী। 

নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউপির রামপুর গ্রামে একটি বাড়ির সামনের জায়গায় নির্মাণ করা হয় মাটির ওই শহীদ মিনারটি। ভাষার জন্য জীবন বিসর্জন দেওয়া শহীদদের শ্রদ্ধা জানাতে গ্রামের কোমলমতি শিশুরা উদ্যোগ নিয়ে মাটি দিয়ে তৈরি করে এ শহীদ মিনার। তাতেই ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানায় তারা। 

সোমবার সকাল ৮টায় নওগাঁর বদলগাছী উপজেলার মথরাপুর ইউপির রামপুর গ্রামের শিশু কিশোরের তৈরি শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, শিশুরা মাটির তৈরি শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন করছে। তিন খণ্ডের শহীদ মিনারটি তৈরি করা হয়েছে মাটির প্রলেপ দিয়ে। লোহার রডের মতো প্রতিটি খণ্ডের মাঝখানে বাঁশ দেওয়া হয়েছে। অর্থাৎ দেখে বিশ্বাস করার উপায় নেই ছোটদের হাতে তৈরি এটি। মাটির তৈরি হলেও এর কারুকাজ অনেক সুন্দর। সাত দিন ধরে শিশুরা তৈরি করেন এই মাটির শহীদ মিনার। 

স্থানীয় শিশু জিসানসহ একাধিক শিশুরা জানায়, শহীদ দিবসে সবাই শহীদ মিনারে ফুল দিতে যায়। শহীদ মিনার না থাকায় শ্রদ্ধা জানাতে পারে না তারা। তাই কয়েকজন মিলে সিদ্ধান্ত নিয়ে গত সাত দিন পরিশ্রম করে মাটি ও বাঁশ এবং তাতে মাটির প্রলেপ দিয়ে এই শহীদ মিনার নির্মাণ করেছে বলে জানায় তারা। 

রাজশাহীর ২ আসন: বিএনপির বিদ্রোহীরা নির্বাচনী মাঠে, আশাবাদী জামায়াত

ভোটের আগে সীমান্তে সক্রিয় অস্ত্র কারবারিরা

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে গুলি, আতঙ্কে বাজার ফাঁকা

বিপথগামীর জন্য কারাগার হবে সংশোধনাগার: আইজি প্রিজন

রুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিলেন ১৫ হাজার ৫৬৭ পরীক্ষার্থী

বিএনপির রাজশাহী বিভাগের ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

জাপাকে প্রতীক দিলে রাজশাহীতে নির্বাচন হতে দেব না: এনসিপি নেতা

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত