হোম > সারা দেশ > বগুড়া

দ্রুতযান এক্সপ্রেস ও উত্তরা মেইল ট্রেনে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৩ 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

জয়পুরহাট রেলওয়ে স্টেশনে এবং একই জেলার পাঁচবিবি স্টেশনে আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস ও উত্তরা মেইল ট্রেনে অগ্নিসংযোগ করে নাশকতার মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে সান্তাহার রেলওয়ে পুলিশ। আজ শুক্রবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা দুটি মামলার এজাহারভুক্ত আসামি।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জয়পুরহাট জেলার নিশির মোড় এলাকার বনোমালিপাড়ার মৃত শহিদুল ইসলামের ছেলে তাইজুল ইসলাম (২৬), একই এলাকার মো. ওয়াদুদের ছেলে মো. অপু (২১) এবং জেলার আক্কেলপুর উপজেলার বসন্তপুর গ্রামের মো. রাজুর ছেলে আব্দুল মমিন (২১)।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন আজকের পত্রিকাকে জানান, গত ৪ ডিসেম্বর জয়পুরহাট জেলার পাঁচবিবি স্টেশনে আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে এবং গত ১৫ ডিসেম্বর জয়পুরহাট রেলওয়ে স্টেশনে উত্তরা মেইল ট্রেনে অগ্নিসংযোগ করে নাশকতাকারীরা। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ওই মামলার এজাহারভুক্ত আসামি।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রেলওয়ে পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে জয়পুরহাট জেলার নিশিরমোড় থেকে তাইজুল ও অপুকে এবং আক্কেলপুর উপজেলার বসন্তপুর গ্রাম থেকে আব্দুল মমিনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত তিনজনকে শুক্রবার বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার