হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় ফলবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার 

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় একটি ফলবাগান থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবার বলছে, বাড়ি থেকে ঝগড়া করে বের হয়ে আর ফেরেননি তিনি। পুলিশ বলছে, মরদেহে কোনো ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি। এটি আত্মহত্যা হতে পারে। 

আজ বুধবার সকাল ৯টার দিকে বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের বালা কৈগাড়ী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

ওই যুবকের নাম ফেরদৌস প্রামাণিক (৩০)। তিনি জয়পুরহাট জেলার কালাই উপজেলার পাঁচগ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। ফেরদৌস পেশায় দিনমজুরের কাজ করতেন। 

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান। আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার সকালে স্থানীয় লোকজন ফলবাগানে লুঙ্গি ও টি-শার্ট পরা অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সুরতহালে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ওই ব্যক্তির ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়েছে।’ 

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে ফেরদৌসের বাবা মোসলেম প্রামাণিক জানিয়েছেন, বাড়িতে ঝগড়া করে মঙ্গলবার বিকেলে তাঁর ছেলে বের হয়ে যান। এরপর আর ফেরেননি। ধারণা করা হচ্ছে, পরিবারের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে ফেরদৌস আত্মহত্যা করে থাকতে পারেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।’ 

এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা শাহিনুজ্জামান।

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার