বগুড়ার শেরপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪০ জন যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে শেরপুর উপজেলার সিমাবাড়ি ইউনিয়নের ধনকুন্ডি এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, টি.আর পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি ধনকুন্ডি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী আল-আমিন ট্রাভেলস নামের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের অন্তত ৪০ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শেরপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক নাদির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।’