হোম > সারা দেশ > নওগাঁ

জমি চাষের সময় পাওয়ার টিলারের নিচে পড়ে প্রাণ গেল চালকের

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে পাওয়ার টিলারের নিচে পড়ে চালকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার মথুরকিষ্টপুর গ্রামের পশ্চিম মাঠে এ দুর্ঘটনা ঘটে। 

পাওয়ার টিলার চালকের নাম আহসান হাবীব (২০)। তিনি মথুরকিষ্টপুর গ্রামের আব্দুল হান্নানের ছোট ছেলে। 

স্থানীয় বাসিন্দা ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, আহসান হাবীব দীর্ঘদিন ধরে পাওয়ার টিলারের চালক হিসেবে কাজ করতেন। আজ সকালে জমি চাষের জন্য টিলার নিয়ে মথুরকিষ্টপুর গ্রামের পশ্চিম মাঠে যান। সেখান আব্দুল খলিল নামে এক ব্যক্তির জমি চাষ করার সময় টিলারটি সামনের আইলে ধাক্কা লেগে পেছনের দিকে ফিরে আসে। এ সময় টিলার থেকে ছিটকে পড়ে যান আহসান হাবীর। টিলারের চাকা তাঁর কোমরের ওপর দিয়ে যায়। টিলারের ঘূর্ণমান ফাল লেগে শরীরের নিচের অংশ গুরুতর জখম হয়। তাৎক্ষণিকভাবে তাঁকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রাজশাহী নেওয়ার পথে তিনি মারা যান। 

এ বিষয়ে সফাপুর ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু বলেন, ‘আমি সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল গিয়েছিলাম। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি।’ 

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, ‘ঘটনাটি  শুনেছি। যেহেতু দুর্ঘটনাটি একা একা ঘটেছে, এখানে কোনো অপরাধ সংঘটিত হয়নি। এ জন্য থানা-পুলিশ আইনানুগ কোনো ব্যবস্থা নেবে না।’

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার