হোম > সারা দেশ > নওগাঁ

বদলগাছীতে গৃহবধূকে নির্যাতন করে মাথার চুল কেটে দিলেন শাশুড়ি

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে এক গৃহবধূকে শারীরিক নির্যাতনের পর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে শাশুড়ির বিরুদ্ধে। গত শুক্রবার সকাল ১০টায় বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের ভান্ডারপুরের হাড়ীপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। 

জানা গেছে, বাড়িতে লোকজন না থাকায় গৃহবধূকে একা পেয়ে মারপিট করে ও কাঁচি দিয়ে মাথার চুল কর্তন করেছেন তার শাশুড়ি। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বছর দু-এক আগে সোহেল রানার সঙ্গে বদলগাছীর দোনইল গ্রামের সান্ত্বনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই ছেলের বউকে পছন্দ না হওয়ায় প্রায়ই নির্যাতন করতেন শাশুড়ি রশিদা বেগম। গত শুক্রবার আবারও সান্ত্বনাকে নির্যাতন করা হয়। অত্যধিক নির্যাতনের ফলে সান্ত্বনা বেগম অসুস্থ হয়ে পড়েন। আহত অবস্থায় বিকেল ৫টায় বদলগাছী হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। বর্তমানে সান্ত্বনা বেগম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

এ ব্যপারে সান্ত্বনার স্বামী সোহেল বলেন, ‘বিয়ের কিছুদিন পর থেকে আমার মা সান্ত্বনাকে মাঝে মধ্যেই মারপিট করত। বাঁধা দিলে আমাকে বাড়ি থেকে বের করে দেবে বলে হুমকি দিত। আমি সেই দিন বাড়িতে না থাকায় তাঁকে নির্যাতন করে চুল কর্তন করে দিয়েছে।’ 

এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিত গৃহবধূর মা সাবিনা বেগম।

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা