হোম > সারা দেশ > নাটোর

নাটোরে মসজিদে যাওয়ার পথে মধ্যবয়সীকে দুর্বৃত্তের গুলি

নাটোর প্রতিনিধি 

আহত মো. ওসমান গনি বাবু। ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়ায় মসজিদে প্রবেশের সময় মধ্যবয়সী এক ব্যক্তিকে গুলি করা হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম পারুহারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত মো. ওসমান গনি বাবু (৫২) ওই এলাকার মৃত আব্দুল প্রমাণিকের ছেলে। তিনি পেশায় চাল ব্যবসায়ী। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসমান গনির ভাতিজা আলাল চৌধুরী জানান, তাঁর চাচা বাড়ির পাশের মসজিদে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে বের হন। মসজিদের সিঁড়িতে উঠতেই তাঁকে পেছন থেকে গুলি করা হয়। গুলিটি তাঁর বাঁ পাশের কোমরের পেছনে লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে আত্মীয়স্বজন চিকিৎসার জন্য সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে ওসমান গনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আলাল চৌধুরী আরও বলেন, তাঁর চাচাকে কী কারণে গুলি করা হয়েছে তা এখনো জানা যায়নি।

গুলির বিষয়টি নিশ্চিত করে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ করেছে। এখনো পর্যন্ত ভিকটিম বা তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা করা হবে।

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা