হোম > সারা দেশ > পাবনা

মাজারের কমিটি নিয়ে বিরোধে মাদ্রাসা সভাপতিকে হত্যার অভিযোগ, বাবা-ছেলে গ্রেপ্তার

পাবনা ও চাটমোহর প্রতিনিধি

পাবনার চাটমোহরে মাজারের কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে আব্দুল আলীম সরকার (৫২) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বড় গুয়াখড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হলে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

নিহত আব্দুল আলীম সরকার উপজেলার বড় গুয়াখড়া গ্রামের মৃত ইছাহাক সরকারের ছেলে। তিনি মা মালেকা ইছাহাক দারুল আকরাম ইবতেদায়ি মাদ্রাসার সভাপতি ছিলেন।

গ্রেপ্তার দুজন হলেন একই গ্রামের আফসার আলী মাস্টার (৬৫) ও তাঁর ছেলে টেঙ্গরজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল হাসান ওরফে খোকন মাস্টার (৪০)।

মামলা সূত্রে জানা গেছে, মা মালেকা ইছাহাক দারুল আকরাম ইবতেদায়ি মাদ্রাসার অবকাঠামোসহ সার্বিক উন্নয়নের লক্ষ্যে ইসলামি জলসার আয়োজন নিয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামে সভার আয়োজন করা হয়। সভা শেষে মহেলা বাজারে চা খেয়ে বাড়ি ফেরার পথে বড় গুয়াখড়া গ্রামের মাজার গেটের সামনে পৌঁছালে আফসার আলী মাস্টার ও তাঁর ছেলে কামরুল হাসান ওরফে খোকন মাস্টারসহ কয়েকজন আলীমকে গালাগাল করে। একপর্যায়ে খোকন মাস্টার ধাক্কা দিলে আলীম পড়ে যান। পরে অন্যদের মারধরের একপর্যায়ে আলীম সরকার জ্ঞান হারিয়ে ফেলেন।

এ সময় আশপাশের লোকজন ও আলীম সরকারের ছেলে আশিকুর রহমান আশিক এগিয়ে গেলে অভিযুক্তরা পালিয়ে যান। আশিক বলেন, ‘চিৎকার-চেঁচামেচি শুনে এগিয়ে গিয়ে দেখি বাবা রাস্তায় পড়ে আছেন। এ সময় বাবাকে মারধর করা লোকজন পালিয়ে যায়। পরে অজ্ঞান অবস্থায় বাবাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধারসহ দুজনকে আটক করে। এ ঘটনায় নিহতের ভাই গোলজার হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই আফসার আলী মাস্টার ও তাঁর ছেলে কামরুল হাসান খোকনসহ সাতজনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা করেন। পরে আটক দুজনকে গ্রেপ্তার দেখানো হয়।

স্থানীয় একাধিক সূত্র জানায়, বড় গুয়াখড়া মাজারের কমিটি গঠন নিয়ে আফসার আলী মাস্টার গ্রুপের সঙ্গে আব্দুল আলীম সরকার গ্রুপের বিরোধ চলছিল। মাজারের গেট ভাঙার কথা বলেছিলেন খোকন মাস্টার ও তাঁর লোকজন। তাতে বাধা দেন আলীম সরকার। এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। এ নিয়ে আফসার আলী মাস্টারের বিরুদ্ধে বিক্ষোভ করেন স্থানীয়রা। এরপরই এমন ঘটনা ঘটে।

এ বিষয়ে পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজাহার আলী বলেন, ‘মাজারের কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। তারই জেরে এ ঘটনা ঘটেছে বলে লোকমুখে শুনেছি।’

এ বিষয়ে চাটমোহর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মাহবুবুর রহমান বলেন, ‘বিষয়টি শুনেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। দোষী হয়ে থাকলে বিধি মোতাবেক ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে জানতে চাইলে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা আজকের পত্রিকাকে বলেন, মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল