হোম > সারা দেশ > পাবনা

পেট্রল ও অকটেন মিলছে না চাটমোহরে

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহর উপজেলায় মিলছে না মোটরসাইকেলের একমাত্র জ্বালানি পেট্রল ও অকটেন। ভোজ্যতেল সয়াবিনের বাজার যখন চরম অস্থির, ঠিক তখনই পেট্রল ও অকটেনের সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকেরা।

ঈদের পর থেকেই এ দুটি জ্বালানির সংকট শুরু হয়েছে। গতকাল শনিবার থেকে পেট্রল ও অকটেন শূন্য হয়ে পড়েছে চাটমোহরসহ আশপাশের উপজেলা। যে দু-একটি দোকানে ছিল, তা বিক্রি হয়েছে চড়াদামে। 

মোটরসাইকেল চালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘পেট্রল ও অকটেন না পেয়ে আমরা চরম দুর্ভোগে পড়েছি। সংকট সমাধান না হলে আমাদের মতো বাইকারদের দৈনন্দিন কাজে নিদারুণ ভোগান্তি পোহাতে হবে।’ 

এদিকে চাটমোহরের একমাত্র ফিলিং স্টেশন ‘মেসার্স সালসাবিল ফিলিং স্টেশনে’ পেট্রল ও অকটেন শেষ হয়ে গেছে। কিছু মহাজন পেট্রল ও অকটেন মজুত করে বিক্রি করলেও, তা ফুরিয়ে গেছে। 

আজ রোববার দুপুরে ওই ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, পেট্রল ও অকটেন না থাকায়, সেটি বন্ধ রয়েছে। উপজেলার হাট-বাজার ও রাস্তার মোড়ে মোড়ে, যে সব স্থানে এই দুইটি জ্বালানি বিক্রি হতো, সে সব স্থানেও আর পেট্রল ও অকটেন মিলছে না। 

সালসাবিল ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী কেএম সাঈদ-ইল-ইসলাম কাফি বলেন, মজুত শেষে নতুন করে সরবরাহ না পাওয়ায় সংকট তৈরি হয়েছে। আজ-কালের মধ্যেই সরবরাহ স্বাভাবিক হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। 

রাজশাহীর ২ আসন: বিএনপির বিদ্রোহীরা নির্বাচনী মাঠে, আশাবাদী জামায়াত

ভোটের আগে সীমান্তে সক্রিয় অস্ত্র কারবারিরা

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে গুলি, আতঙ্কে বাজার ফাঁকা

বিপথগামীর জন্য কারাগার হবে সংশোধনাগার: আইজি প্রিজন

রুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিলেন ১৫ হাজার ৫৬৭ পরীক্ষার্থী

বিএনপির রাজশাহী বিভাগের ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

জাপাকে প্রতীক দিলে রাজশাহীতে নির্বাচন হতে দেব না: এনসিপি নেতা

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত