হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় নাদিদুল ইসলাম নাহিদ (২৮) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের মালগ্রাম ডাবতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাহিদ মালগ্রাম কলেজপাড়া এলাকার ঝন্টু শেখের ছেলে। তিনি জেলা শহর স্বেচ্ছাসেবক লীগের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া শহরের স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক হরিদাস মণ্ডল। তিনি জানান, নাহিদ এলাকায় মোবাইল ব্যাংকিংয়ের শাখা পরিচালনার পাশাপাশি বিভিন্ন ব্যবসা করতেন। ব্যবসার টাকা আদায় করা নিয়ে একই এলাকার কয়েকজন যুবকের সঙ্গে বিরোধ হয়। আজ রাত সাড়ে ৮টার দিকে মালগ্রাম ডাবতলা মোড়ে নাহিদকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

স্থানীয় লোকজন উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন বলে জানান পুলিশ পরিদর্শক হরিদাস। তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের সঙ্গে সন্দেহভাজন জড়িতদের নাম-পরিচয় পাওয়া গেছে। তাদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চলছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, নিহত নাহিদ মোবাইল ব্যাংকিং পরিচালনা করা ছাড়াও সুদের ব্যবসা এবং বালু ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। এ নিয়ে দুই মাস ধরে তাঁর সঙ্গে একটি গ্রুপের বিরোধ চলে আসছিল।

শিশু সাজিদের মৃত্যু: মামলা করবে না পরিবার, ডিসি বললেন মামলা হবে

ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর করে টাকা লুটের অভিযোগ

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় ছাত্রদল নেতা কারাগারে

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২১ ডিসেম্বর

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন