নাটোরের নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩০) এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের পাঙ্গাল ব্রিজের ওপরের রেললাইন থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
সান্তাহার রেলওয়ে থানার পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে রেললাইনের ওপর ওই নারীর ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে নলডাঙ্গা থানার পুলিশ সান্তাহার রেলওয়ে থানার পুলিশকে জানায়। পরে সান্তাহার রেলওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন বলেন, শুক্রবার ভোরে কোনো এক আন্তনগর ট্রেনের নিচে চাপা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে মরদেহের নাম ও পরিচয় শনাক্ত করতে পারেনি।
রাজশাহীর ফরেনসিক টিম এসে আঙুলের ছাপ নিয়ে নাম-পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে বলেও জানান ওসি।