হোম > সারা দেশ > পাবনা

পাবনায় মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত

পাবনা প্রতিনিধি

নিহত ইয়াসিন আরাফাত। ছবি: সংগৃহীত

পাবনায় মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষে ইয়াসিন আরাফাত (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে শহরের বাইপাস এলাকায় ইয়াকুব ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন পাবনা পৌর সদরের উত্তর শালগাড়িয়া মহল্লার মুদি ব্যবসায়ী মো. মিলন হোসেনের ছেলে। সে পাবনা আইডিয়াল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে মেরিল বাইপাস এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে টার্মিনালের দিকে যাচ্ছিল ইয়াসিন। এ সময় বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। সে মুমূর্ষু অবস্থায় রাস্তার ওপর পড়েছিল। পরে স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাবনা আইডিয়াল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের পরিচালক জহিরুল ইসলাম বলেন, ‘সে আমাদের স্কুলের একজন মেধাবী ছাত্র ছিল। এবার ফরম পূরণ করে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল, আগামী এপ্রিল মাসের ১০ তারিখে অনুষ্ঠিতব্য পরীক্ষায় বসার কথা ছিল তার।’

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়নি।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার