হোম > সারা দেশ > নাটোর

নাটোরে অটোরিকশা-ভ্যান সংঘর্ষে অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

নাটোর প্রতিনিধি 

প্রতীকী ছবি

নাটোরে সিএনজিচালিত অটোরিকশা ও অটোচার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৪৫) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আটজন যাত্রী। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ছাতনী মাদ্রাসা ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের নাটোর সদর হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের নাম-পরিচয় জানা গেছে। তাঁরা হলেন নলডাঙ্গা উপজেলার হরিদা খলসি গ্রামের মো. আতাউর রহমান (৪০), মনির হোসেন (২৫) ও মো. মুন্না (২২)।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আজ সকালে কয়েকজন শ্রমিক কাজের উদ্দেশ্যে অটোচার্জার রিকশায় করে নাটোর আসছিলেন। পেছনে দুজন যাত্রীসহ একটি বউ রিকশাও (ছোট অটোচার্জার) ছিল। তারা সদর উপজেলার নাটোর-তাহেরপুর সড়কের ছাতনী মাদ্রাসা ঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

ওসি বলেন, তাতে অন্তত আটজন আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল