বগুড়ায় দুই দিন ধরে নিখোঁজ থাকা দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে বগুড়ার বিসিক শিল্পনগরীর ভেতর থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। তাঁরা হলেন আব্দুল হান্নান (৬০) ও সামছু (৪০)। বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাথমিক পর্যবেক্ষণের পর পুলিশ জানিয়েছে, তাঁদের মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাঁরা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) বগুড়া শিল্পনগরীর নৈশপ্রহরী ছিলেন।
জাহিদুল হক বলেন, ‘হান্নান ও সামছু দুই দিন ধরে নিখোঁজ ছিলেন। শুক্রবার বিসিক শিল্পনগরীর ভেতরে তাঁদের মরদেহ পাওয়া গেছে। দুজনেরই মাথার পেছনে আঘাতের চিহ্ন আছে।’