হোম > সারা দেশ > নাটোর

আত্মীয়ের জানাজায় যাওয়ার পথে সড়কে প্রাণ গেল বৃদ্ধের

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর উপজেলার আত্মীয়ের জানাজা যাওয়ার পথে ইঞ্জিন চালিত নছিমন গাড়ির চাপায় হাছেন শেখ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে খুবজিপুর ইউনিয়নের বিলশা পূর্বপাড়া সড়কে এ ঘটনা ঘটে। 

হাছেন শেখ খুবজিপুরের ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত মকলেস শেখের ছেলে।  

স্থানীয় এলাকাবাসী ও ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন আজকের পত্রিকাকে বলেন, হাছেন শেখ তাঁর এক আত্মীয়ের জানাজা নামাজে অংশ নেওয়ার জন্য নিজ বাড়ি থেকে বিলশা যাচ্ছিলেন। বিলশা পূর্বপাড়া মোড়ে পৌঁছালে বেপরোয়া গতির ইঞ্জিন চালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি কে চাকার নিচে পিষ্ট করলে হাচেন শেখের শরীরের বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত হয়। ঘটনাস্থলেই তিনি নিহত হন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

হাচেন শেখের ছেলে হযরত শেখ অভিযোগ করে বলেন, ‘অবৈধ ইঞ্জিন চালিত নছিমন আমার বাবাকে চাপা দিয়ে হত্যা করেছে। এই হত্যার আমি বিচার চাই। আমি প্রশাসনের কাছে দাবি করছি এই অবৈধ ইঞ্জিন চালিত নছিমন বন্ধ করে দেওয়া হোক। এতে করে আমার মতো যেন আর কাউকে এতিম হতে না হয়।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন বলেন, এ ব্যাপারে গুরুদাসপুর থানায় মামলা প্রস্তুতি চলছে। অবৈধ যান নছিমন জব্দ করা হয়েছে। কিন্তু গাড়ির চালক পলাতক থাকায় তাঁকে আটক করা সম্ভব হয়নি। তবে আটকের জন্য অভিযান চলছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’

নাগরিকত্ব ছেড়ে যুক্তরাজ্যপ্রবাসীর মনোনয়নপত্র দাখিল, হলফনামায় নেই স্বাক্ষর

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন