সোনাতলা (বগুড়া): বগুড়ার সোনাতলা উপজেলায় জাহিদুল ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার হারিয়াকান্দি মধ্যপাড়া গ্রামের একটি বাঁশবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে জাহিদুল নিজ বাড়ি থেকে বের হয়ে যান। পরে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। আজ ভোরে বাড়ির পেছনের একটি বাঁশঝাড়ে ঝুলন্ত অবস্থায় জাহিদুলের লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘এটি হত্যা নাকি আত্মহত্যা, তা এখনই বলা সম্ভব নয়। তবে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি। পরিবারের সঙ্গে কথা বলে লাশ ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হবে।’