হোম > সারা দেশ > পাবনা

‘অপপ্রচার বন্ধ করা না হলে আইনের আশ্রয় নেওয়া হবে’

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুল ইসলাম সংবাদ সম্মেলন করেছেন। তাঁর বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে চাটমোহর পৌর সদরের একটি রেস্টুরেন্টের হলরুমে এই সংবাদ সম্মেলন হয়। এ সময় তিনি বলেন, অপপ্রচার বন্ধ করা না হলে আইনের আশ্রয় নেওয়া হবে। 

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, ‘গত ২৩ মার্চ পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত একটি পত্রে আমাকে সভাপতি ও কুতুব উদ্দিনকে সম্পাদক করে চাটমোহর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়। 

‘এই কমিটি ঘোষণা করার পর থেকে সাবেক এক ছাত্রনেতা পদ–বাণিজ্যের মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে। এতে আমার ও আমার দলের সিনিয়র নেতাদের সন্মানহানি হচ্ছে।’ 

এ সময় মনিরুল বলেন, অপপ্রচার বন্ধ করা না হলে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিমাইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এইচ এম কামরুজ্জামান, বিলচলন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সম্পাদক ফরহাদ নাসিম, আওয়ামী লীগ নেতা সেকেন্দার আলী, উপজেলা ছাত্রলীগ সভাপতি হুমায়ুন কবির হিমুসহ শতাধিক নেতা-কর্মী।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল