হোম > সারা দেশ > বগুড়া

ট্রেনে চড়ে হারিয়ে যাওয়া দুরন্ত ২ শিশুকে পরিবারে হস্তান্তর

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

ট্রেনে চড়ে হারিয়ে যাওয়া গাইবান্ধার দুরন্ত দুই শিশুকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানা-পুলিশ তাদের হস্তান্তর করে।

উদ্ধার দুই শিশু গাইবান্ধার ফুলছড়ি থানার কাতলামারী গ্রামের আব্দুল খলিলের ছেলে শাকিল আহম্মেদ (১১) এবং একই এলাকার আব্দুস সালামের ছেলে রাশেদুল ইসলাম (১২)।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, শিশু দুটি বাড়ি থেকে গাইবান্ধা স্টেশনে ঘুরতে এসে ট্রেনে উঠে পড়েছিল। তখন ট্রেনটি ছেড়ে দেওয়ায় তারা আর নামতে পারেনি। সান্তাহার জংশন স্টেশনে তাদের ঘোরাঘুরি করতে দেখে প্ল্যাটফর্মের দায়িত্বে থাকা রেলওয়ে পুলিশের সন্দেহ হয়।

ওসি আরও বলেন, পুলিশ তাদের সঙ্গে কথা বলে জানতে পারে, তারা ভুলে ট্রেনে চড়ে এখানে চলে এসেছে। পরে একজনের কাছে পাওয়া মোবাইল ফোন নম্বরের সূত্র ধরে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে স্বজনদের কাছে তাদের হস্তান্তর করা হয়।

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড