হোম > সারা দেশ > বগুড়া

সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বগুড়ায় জাসাস নেতা কারাগারে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি 

বগুড়ায় প্রতারণার অভিযোগে জাসাস নেতা গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে বগুড়ার আদমদীঘি জালাল হোসেন বাবু (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা। আজ শনিবার উপজেলার সান্তাহার পৌর শহরের হাউজিং কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থেকে সেনাবাহিনীর পোশাক উদ্ধার করা হয়েছে।

জালাল হোসেন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জাসাসের বগুড়ার সান্তাহার পৌর শাখার সাংগঠনিক সম্পাদক এবং শহরের সাঁতাহার মহল্লার বাসিন্দা বলে জানান সংগঠনের ওই শাখার সভাপতি শফিকুল ইসলাম।

দুপচাঁচিয়া সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন কমান্ডার সাকলাইন জানান, সান্তাহারে জালাল হোসেন বাবু নিজেকে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলার যুবকদের চাকরি দেওয়ার কথা বলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। এসব প্রতারণার অভিযোগে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদমদীঘি থানায় সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে বিকেলে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।’

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’

নাগরিকত্ব ছেড়ে যুক্তরাজ্যপ্রবাসীর মনোনয়নপত্র দাখিল, হলফনামায় নেই স্বাক্ষর