নাটোরের লালপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পাথরবোঝাই একটি ট্রাক রাইস মিলে ঢুকে পড়েছে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার বানেশ্বর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের উধনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও ট্রাকচালক সামান্য আহত হয়েছেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে পাথরবোঝাই ট্রাকটি সোনা মসজিদ থেকে কুষ্টিয়া যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার উধনপাড়া গ্রামে একটি রাইস মিলের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এ ঘটনায় ট্রাকচালক সামান্য আহত হলে চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার কথা বলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে লালপুর থানা-পুলিশ বিষয়টি অবহিত হয়ে ট্রাকটি স্থানীয় গ্রাম পুলিশের পাহারায় রেখে যান।